August 19, 2014

অটল বিহারী বাজপেয়ীর কবিতা

পায়ে পা মিলিয়ে চলতে হবে
অনুবাদ : নির্মল দত্ত







প্রতিবন্ধকতা এলে আসুক,
প্রলয়ংকরী দুর্যোগ আসতে চায় তো আসুক,
পায়ের নিচে জ্বলুক আগুন ধক্ ধক্,
মাথা ফাটুক অসহ যন্ত্রণায়,
তবুও হাসতে হাসতে বলতে হবে­
পায়ে পা মিলিয়ে চলতে হবে।

দুঃখের তুফানে মুখে থাকবে হাসি,
সম্মান অথবা অসম্মানেও
প্রসারিত বক্ষ,  থাকবে উন্নত শির,
দৃঢ় মনোবলে রোগ-যন্ত্রণাকে দলতে হবে–
পায়ে পা মিলিয়ে চলতে হবে।

আলোক ধারায় অথবা অন্ধকারে,
ঘন বর্ষণে বা ঝড় ঝঞ্ঝায়,
তীব্র ঘৃণা অথবা প্রেমের বন্যায়,
সামান্য জয় কিম্বা অসামান্য পরাজয়ে,
বিপুল আকর্ষণ অথবা বাধাকে
জীবন সংগ্রামে দলতে হবে–
পায়ে পা মিলিয়ে চলতে হবে।

অমরত্মের অঙ্কিত পথ প্রসারিত সম্মুখে
প্রগতি পথের সীমা মেলানো ত্বরায়
আনন্দ অথবা ক্লান্তিতে শ্লথগতি না হয়ে,
সফলতা, অসফলতায় সমভাব নিয়ে
সমর্পণের বিনিময়ে কিছু না চেয়ে,
দৃঢ় চেতনায় পূর্ণ করতে হবে–
পায়ে পা মিলিয়ে চলতে হবে।

কণ্টক বিদীর্ণ এ জীবন,
যৌবন বঞ্চিত প্রেমাকর্ষণে,
অবারিত মধুবনে নীরবতা,
পরহিতে নিয়োজিত তনুমন,
শত শত জীবন আহুতিতে সমর্পিত,
তাই, জ্বলতে হবে, গলতে হবে–
পায়ে পা মিলিয়ে চলতে হবে।

দাগ : উৎসব ২০১৩

No comments: