August 29, 2014

কবিতা / ওবামা তোমাকে লিখছি / মৃগাঙ্ক রায়চৌধুরী

মানুষের আদিমতম সভ্যতার দুচোখের কুল ছাপিয়েছে
আজ, টাইগ্রীস আর ইউফ্রেটিস
জেরুজালেমের বুক চিরে কাঁটা তারের বেড়া
রক্ত ঝরায় যীশু আর মহম্মদের হৃৎপিন্ডে
গাজার যুদ্ধবিদ্ধস্ত স্কুলঘরটির পাশে
মাঠের ঘাসে এখনো বারুদের গন্ধ,
পরিত্যক্ত বেয়নেট, ব্যবহৃত কার্তুজের খোল সরিয়ে
যে শিশুটি আবার শিখতে চায়
মানব সভ্যতার প্রথম পাঠ ...

... গুলি নয়, বোমা নয়,
তার জন্য টফি, রাশি রাশি চকলেট বর্ষিত করতে পারো
প্যারাট্রুপারের মত ! স্বদম্ভে ! স্বদর্পে !
প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা ?

ওয়াজিবিস্থানের প্রান্তিক ঐ গ্রামের
রুদ্ধদ্বার-রুদ্ধবাক গুল মাকাইকে
পারবে আবার তার স্কুলে ফেরাতে ?
পারবে স্কুলের রাস্তায় ফিরিয়ে আনতে গুল আর তার
সহপাঠীদের অনাবিল হাসি আর কলকাকুলি ?

ক্যাকটাসের ঝোপে ছেয়ে যাওয়া
তিরকিতের ঐ গুল বাগিচায়
ফোটাতে পারবে শত সহস্র সাদা-গোলাপ
আগামীর গুল মাকাইদের জন্য !
প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা ?
... আজ যে লবণাক্ত

বহমান টাইগ্রীস আর ইউফ্রেটিস !!

সেতু পত্রিকা / ফেব্রুয়ারী ২০০৮

No comments: