August 17, 2014

'বৃষ্টি কলম' এর ঈদ সংখ্যা

বৃষ্টি-কলম এর ঈদ সংখ্যা

বৃষ্টি কলম-এর ঈদ সংখ্যা প্রকাশিত হয়েছে। এখানে আপনি অনলাইনে পড়তে পারবেন বৃষ্টি-কলম'র প্রতিটি পৃষ্ঠা, এটা সকলের কাছে আনন্দের। 

এবারের সংখ্যায় সচেতনভাবেই এসে পড়েছে বিশ্ব শান্তির বার্তা। কবিতায় কবিতায় যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, ঈদের শুভেচ্ছা। পাঠকের মনকে অনুরণিত করে তুলবে। পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটি পত্রিকা উপহার দিয়েছেন সম্পাদক মনজুর আলম। বৃষ্টি-কলম'এর শ্রীবৃদ্ধি কামনা করি। 

ডাউনলোড 'বৃষ্টি-কলম'



No comments: