August 19, 2014

চেতনা সাহিত্য পত্রিকা : স্বাধীনতা দিবস সংখ্যা ২০১৪


স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হল
চেতনা সাহিত্য পত্রিকা। 
সম্পাদক : কৌস্তুভ দে সরকার।
পড়ুন ও মতামত জানান :


ডাউনলোড 'চেতনা'

পত্রিকার মূল নিবন্ধ 'স্বাধীনতার ছয় দশক...' নিবন্ধটি
ও সম্পাদকীয় পৃষ্ঠায় 'চেতনা' প্রতিষ্ঠাতা কিরণ গোপাল দে সরকারের
ব্যক্তিগত অনুভূতি পাঠককে নাড়া দেবে।
বেশ কিছু সুন্দর কবিতা পত্রিকাটিকে সুডৌল মনোগ্রাহী করে তুলেছে।
সম্পাদকের আহ্বান :  পত্রিকা সম্পর্কে মতামত জানান ও আগামী পূজা সংখ্যার জন্য  আপনার সেরা লেখাটি পাঠান। 

No comments: