সব দায়ভার ছুঁড়ে ফেলে
আত্মানুসন্ধানে থাকবে আর কতদিন ?
চৈত্র মাসের শুকনো বাতাসে শুধুই ঝরে আমের
মুকুল
সেই কবে শুকিয়ে গেছে হাতে গোনা টবের কয়েকটি
ফুল।
আকাশের মেঘ ঘুরে ফিরে উড়ে যায়
দিশাহীন অস্পষ্ট নিরুদ্দেশে
দোলের রং এখন ভীষণ ফ্যাকাশে বর্ণহীন
তোমার নিরাসক্ত জিজ্ঞাসাবিহীন চোখ
আমাকে হারিয়ে ফেলে স্মৃতির বিস্তৃত জঞ্জালে।
চারপাশের ধুলোভর্তি বৃত্ত আর চৈত্রের বাতাস
দুপুরের øিগ্ধ আবির্ভাবে আমি
উঁকি দিই সন্তপর্ণে
তুমি রয়েছো বিভোর সব দায়ভার ছুঁড়ে
নিরাসক্ত জিজ্ঞাসাবিহীন তোমার চোখেরই মত।
––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫
No comments:
Post a Comment