মাটির গন্ধ
মাটিতে মাটিতে ক্ষুধার মারা-মারি
আমার চেয়ে কেন সে বড় হবে ?
মাটিও জানে না ভূমিও নারী
কখন যে কার হবে।
স্বরূপ
একই দেহে ‘তুমি-আমি-সে’
অভিমানে পৃথক যে যার,
পাইনা ভেবে ‘তুমি-আমি-সে-ও কে !
এগুলো কি আমার অহংকার।
দগ্ধতা
কথা দিয়ে কোন কথার হয়না শেষ
বুকের ভেতরে তারা করে যাওয়া-আসা,
কথায় মন জ্বলে কথা বিষ করে জর্জর
এতো যে দগ্ধ হই, তবু মরে না ভালবাসা।
––––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০
মাটিতে মাটিতে ক্ষুধার মারা-মারি
আমার চেয়ে কেন সে বড় হবে ?
মাটিও জানে না ভূমিও নারী
কখন যে কার হবে।
স্বরূপ
একই দেহে ‘তুমি-আমি-সে’
অভিমানে পৃথক যে যার,
পাইনা ভেবে ‘তুমি-আমি-সে-ও কে !
এগুলো কি আমার অহংকার।
দগ্ধতা
কথা দিয়ে কোন কথার হয়না শেষ
বুকের ভেতরে তারা করে যাওয়া-আসা,
কথায় মন জ্বলে কথা বিষ করে জর্জর
এতো যে দগ্ধ হই, তবু মরে না ভালবাসা।
––––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০
No comments:
Post a Comment