September 6, 2014

কবিতা / তোমার প্রেমের কাছে / কৌস্তুভ দে সরকার

তোমার প্রেমের কাছে নতজানু আমার গান্ডীব
তোমার সোহাগ নিয়ে বেঁচে থাক আমার সৃজন।

বর্মের বোতাম খুলে দুপকেটে রেখেছি গোলাপ
আমাকে মার্জনা কোরো, এই নাও বিজয় নিশান।

প্রতিদিন দোষের কাছে হেরে গেলে আফসোসে মরি
তখনো মৃত্যুহীন তোমার সম্ভাষণে
ঢেউয়ে ঢেউয়ে ভেসে যায় গোলাপের পাপড়ি আমার,
গাঢ় নীলে ডুবে যেতে যেতে ঘুম ভাঙে ডুবন্ত নাবিকের
এভাবেই জেগে থাক-ঐতিহ্য তোমার
ঐশ্বর্য্য সহস্রাব্দের।
নতজানু আমার গান্ডীব,
রক্তমাখা তূণের বালিশে মাথা রেখে
আমি স্বপ্ন দেখিক্ষতচিহ্ন সেরে গেছে
শিশিরের আঘাতে আঘাতে ফুটে আছে ঘাসফুল
তোমার প্রেমের কাছে।

––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫

No comments: