বিপদে নয়, আপদে রেখো—
এইটুকু যে চাই।
অর্থে নয়, অভাবে তবু—
শান্তিটুকু চাই।
গৃশ ছোট হোক, হৃদয় বড়—
তোমার করুণা চাই।
মাথার ওপর সূর্য থাক্—
হৃদয় মাঝে চাঁদ।
তোমা হৃদে থাকব আমি—
ক’রে তব নাম গান,
এই সাধ-আহ্লাদ।
সংসারেতে রেখো আমায়—
সারা জীবন ধরে।
চিরসুখী করো আমায়—
জন্ম-জন্মান্তরে।।
______________
সেতু, উৎসব সংখ্যা ২০০৪
No comments:
Post a Comment