September 6, 2014

কবিতা / একা / কৌস্তুভ দে সরকার

পিছনে ফিরে যেতে চাই না তো আর
পুরনো নারীর কাছে, আছে ? সেই প্রেম আর আছে ?
বলো দেখি, কথা শুনি অভিজ্ঞতার
রাত্রির ভালোবাসা বাদুরের মতো ঝুলে থাকে গাছে।
দেখা হলে বুকের দিকে তাকাবো না তার
শেষবার ছুঁতে চাই সে দাবি নস্যাৎ তার কাছে
ইচ্ছেও নেই আর তাকে জানবার;

একা যারা থাকে তারা সব্বাইকে সঙ্গে নিয়ে বাঁচে।

––––––––––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০

No comments: