সুনামি ঢেউ আছড়ে পরার
অনেক আগে
ইচ্ছা ছিল তোমার সঙ্গে
সমুদ্র ঢেউ লুটোপুটি
একটি সকাল।
এক্কা-দোক্কা খেলতে খেলতে
হারিয়ে যেত মাছ-বালিকা
ঝাউবন ওই বালুর চরে,
সুনামি ঢেউ আছড়ে পরার
অনেক আগে
স্বপ্নদেখা সমুদ্রটা
ফুলে ফেঁপে আসছে ফিরে
তীরের কাছে।
সুনামি ঢেউ আছড়ে পরে
হারিয়ে যায় অনেক মানুষ
সোনালী স্বপ্ন
বিকাল বেলা।
একটি সকাল
ঝাউবন আর বালুর চর
খুঁজে ফিরি
মাছ-বালিকা।
––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫
No comments:
Post a Comment