September 9, 2014

কবিতা / প্রার্থনা / প্রণব কুমার দেবনাথ

উলঙ্গ পৃথিবীর নগ্ন চেহারায়
স্বপ্নে গড়া ভোর
উষ্ণ যৌবনের কালো রাতে
খন্ড ভারতের বিভৎসতা
মাতৃগর্ভের পূর্ণ লগ্নে
বাড়া ভাতে ছিল ছাই
নষ্ট মেয়ের আহুতি
বিরঙ্গনা বধূর প্রার্থনা
হে ধরণী, তুমি আরো
নষ্ট হও।।

______________
সেতু, উৎসব সংখ্যা ২০০৪

No comments: