September 10, 2014

কবিতা / সুখপাখি / অঞ্জন কুমার দাস

অনিয়ত পিপাসার ভেতরেই
সৎসারে লুকিয়ে থাকে সুখ
কেউ বোঝে, কেউ বোঝে না
কেউ সুখী কারও বুকে অসুখ
কেউবা খুঁজেই পায় না
সুখপাখিটির ঠিকানা।

স্মরণিকা, উত্তর দিনাজপুর জেলা বইমেলা, ২০১৩

No comments: