September 6, 2014

কবিতা / সকাল সকাল / কুন্তল দাস

কুয়াশায় স্নান করা কিশোরী সকাল, সোনারোদ সোহাগ
সংসারের টুকরো-টাকরা ছড়িয়ে ছিটিয়ে ফ্লাস্কটা
ব্যবহার করো... অতোজোরে বাইক... এল.আই.সি
প্রিমিয়াম... ছেঁড়া পাজামাটা কতদিন আর... সযতেè
খোসা ছাড়িয়ে একটি একটি কোয়া মুখে ফেলা দুজনের
আর অপেক্ষা করা যে না এলে ভালো হয়, সেই বাসের জন্য।
যে কমলালেবুতে বসে ওড়া, উড়ে বসা সুখ প্রজা
পতিকে ফুঁ দিয়ে ভাগিয়ে দিয়ে এসে গেলো বাস আর
সেই সকাল এক বিটকাল রাক্ষুসী হয়ে গিলে ফেললো আমায়!
এরকম ভোজ তার প্রতিবারই হয়, যখন
আমাকে ছেড়ে বৌ দূরদেশে চাকরিতে যায়!

–––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০

No comments: