সহযোদ্ধা বন্ধুদের আগাম জানিয়েছিলাম
তোমরা চোখ-কান খোলা রাখবে
যে কোন সময়ে আক্রমণ হতে পারে,
বুকটা চওড়া করে রাখো —
যে কোন সময়ের এ.কে ৪৭-এর
বিষাক্ত ঘৃণিত বুলেটটা, এ-ফোঁড় ও ফোঁড়
করে দিয়ে যেতে পারে।
সাবধান !
স্ত্রী, ছেলে-মেয়েদের কে দেখবে
?
চিন্তার কোন কারণ নেই।
শয়ে শয়ে আজ স্বজন হারা হয়ে
কেঁদে বেড়াচ্ছে দুয়ারে-দুয়ারে
বন্ধু, তোমার অভেদ্য অস্ত্রে
শান দাও
কলমগুলো ভালো করে ধুয়ে কালিভরে রাখো
শয়তানরা, যে কোন সময়ে ঝাঁপিয়ে
পড়তে পারে
কলম লাগলে আমায় বোলো বন্ধু
আবার সাহিত্য আড্ডায়
দেখা হবে।
––––––––––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০
No comments:
Post a Comment