September 6, 2014

কবিতা / স্বপ্ন / মৌসুমী সিন্হা (কার্জী)

আমি পেতে চাই নতুন জন্ম
ছোট্ট নদীর বেশে
চলব আমি এঁকে বেঁকে
পিছনটাকে পিছনে রেখে
পৌঁছে যাবো স্বপ্নে ভরা
নতুন কোন দেশে।

আমি হতে চাই মুক্ত আকাশ
আমার পানে চেয়ে
বুঝবে সবাই ভালোবাসায়
আমি যে আছি ছেয়ে
রামধনু রং আঁকিয়ে বুকে
খেলবো আমি আপন সুখে
নীল আভাতে থাকবো পাশে
তোমার সকল দুখেঃ।

স্বপ্ন আমার অনেক বাকী
বলবো সময় পেলে
গাঁথবো মালা মনের সুখে
স্বপ্ন সত্যি হলে।

––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০

No comments: