আমার পরিবর্তিত ঠিকানা মরুভূমি
আমার পরিবর্তিত নাম ক্যাক্টাস্।
পরিবর্তিত পদবী কাঁটা।
আমার চাকরি মরুদ্যানে।
কাজ মরিচীকার পেছনে ছোটা।
আর অলীক কিছু স্বপ্ন ফেরি করা।
ক্রেতার বড়ই অভাব এখানে।
সেদিন তোমায় দেব বলে মরুদ্যানে গোলাপ খুঁজতে
গিয়ে
জ্ঞান
হারিয়ে লুটিয়ে পড়ি তপ্ত বালির বুকে
ভাগ্যিস তুমি আমার হাত ধরে তুলেছিলে।
স্মৃতি
ফিরে পেয়ে দেখি
খালি ঝুলি হাতে আমি একা, বিষণœ মরুভূমি।
তুমি জল দিয়ে যাও নি।
তুমি জানতে ক্যাকটাস জল ছাড়াই বাঁচে
দীর্ঘ
আয়ু।
––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫
No comments:
Post a Comment