September 6, 2014

কবিতা / তবুও ভুল / অলক সরকার

হাত নেই, তবু
দুহাত ভরা স্পর্শ
পা নেই তবু
পায়ে পায়ে বলার আকাঙ্খা
কবে যেন আন্তরিক হতে এসে
ক্রুদ্ধ স্বরে বলেছিলে —‘হৃদয়হীন
                        ‘পাষাণ মানুষ একটা

অথচ ১৮ বছর থেকে
১৮ হাজার ডানা ঝাপটানো পাখি
অস্থির তান্ডব রেখে গেছে বুকে
কৃষ্ণচূড়ার হৃদয় খুড়ে দেখি
কোঠরে কোঠরে যন্ত্রণা
আর তুমি আজীবন লাল হাসি
দেখে বলেছো নিষ্ঠুর।
––––––––––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০

No comments: