September 6, 2014

কবিতা / অলস দিনের কল্পনা / প্রকাশ অধিকারী


প্রেমের জাল ফেলে টেনে তুলে
তোমাকে হৃদয়ের খলুইয়ে রেখে দেবো;
যেমন : জেলেরা মাছ ধরে।
কথার জালে বেঁধে তোমাকে নিয়ে যাবো
নিবিড় কোন বনে
(তুমি) কিছু বলার আগেই
খপ্ করে তোমার হাতটা ধরে
গভীর চোখে বলবো : ভালবাসি

বন-কলসের থর-থর করে কাঁপা পাতায়
টপ্-টপ্ করে ঝরে পড়া শিশিরের শব্দে
নীরবে মাথা নত করবে তুমি।
সিঁথিতে তোমার ওষ্ঠ ছুঁইয়ে
গভীর অরণ্যের ঘ্রাণ নিয়ে
তোমার সলজ্জ আঁখি পল্লব দুটি
ছুঁয়ে দেবো আলতো করে।
কিছু বলবে না তুমি ;
শুধু চমকে উঠে ভাষাহীন চোখে চেয়ে থাকবে
প্রেমের মহীমময়ী মূর্তি!
আমি চুপি চুপি বলে যাব :
তন্বী, প্রেমের জাল ফেলে টেনে তুলে
তোমাকে হৃদয়ের খলুইয়ে রেখে দেবো ?
যেমন  জেলেরা মাছ ধরে।

––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫

No comments: