September 6, 2014

কবিতা / সীমাবদ্ধতা / উত্তম পাল

যেতে বলি, দেখা হবে তাই যেতে বলি।
যেখানেই যাওনা আছে পাওনা
আকাশের আয়নায় আছে ছবি,
যাওনা যেতে যেতে হারিয়ে যাওয়া যায়না।
যেতে বলি, যাবেই যদি তাই যেতে বলি
যতই থাক অলি গলি
সময় সীমান্তে অতন্দ্র প্রহরী, যাবে ?
যাওনা, যেতে হলে পালিয়ে যাওয়া যায়না।
আকাঙ্খার রাবণসিঁড়ি বেয়ে
যাবে, যেতে যেতে যতদূর যাও না
যেতে বলি যেতেই পার তাই যেতে বলি
আকাশের সীমানা ছাড়িয়ে তো যাওয়া যায়না।

–––––––––––––––––––––––––––– 
কালিনী, জানুয়ারী ২০১০

No comments: