আংরাভাসা নদীর পাড়ে সেই কাঠের বাড়ি আর
উঠোনের সেই আঁশবটি
যেখানে ছিল চৈতি নামের সেই মেয়েটি,
যার কাছে
প্রতিদিন বিকেল হলেই ছুটে যেতাম বুক পকেটে
চিঠি।
ইস্কুলে ছিল দু’ক্লাস নিচে
দেখা হত বারান্দায় কিংবা ছুটির পর
লজ্জায় লালমুখ বেণী দুলিয়ে ছুটে যেত ঘরের ভিতর
ওকে নিয়ে অহংকার, ফ্রক ছেড়ে ধরেছিল সবে
শাড়ি।
আংরাভাসা নদীটি আছে, বন্ধু তপনও
নেই চৈতি নামের সেই মেয়েটি আর আঁশবটি,
কাঠের বাড়ি
চৈতি ছিল পতিত মাঠে আমার স্বপ্ন, তাকে আমি
আজও খুঁজি হোক-না সে অচেনা এক নারী।
––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫
No comments:
Post a Comment