নির্জন নদী গর্ভ হ’তে
বয়স্ক বিকেলে আনিবার্য শূন্যতাকে
দু’হাতে সরিয়ে
সোজা এসেছি তার কাছে।
সমুদ্রের লোনা স্বাদ গায়ে লেগে আছে।
জ্যৈষ্ঠের তুমুল উত্তাপে
সম্পর্কের বেড়া ভেঙ্গেচুরে—
ফুটিফাটা বুকে আর্ত চাতকের মত
চেয়েছি আÍার মহার্ঘ নির্যাস—
এই ভেবে, আমার বাড়ানো দুই হাতে
অঞ্জলি ভ’রে দেবে অনাবিল
শ্রাবণে ভেজা সুদীর্ঘ দিন,
ভালবেসে বলেছি তারে
আসন্ন অন্ধকারে—
কাছে থেকো শর্তবিহীন।
––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫
No comments:
Post a Comment