১॥
নির্দ্বিধায় ভুলে যায় মানুষের মন
বসন্ত আরম্ভ করে আরেক জীবন
অনাবিল বৃষ্টিধারা নামে দু’ধার
প্রেম পাতা উলটিয়ে চলে বার বার
২॥
জানি সব ঘোর কেটে যাবে
সময়ের ব্যবধানে।
অনন্ত মুহূর্তের মাঝে
একটি মুহূর্ত তোমার
অপলক পলক . . .
কেন কাঁপে থরথর
হৃদয় আমার।
৩॥
যে হৃদয় দিয়েছো পেতে
সবুজ ঘাসের দেশে
আকাশ নেমেছে সেখানে
নতজানু হয়ে।
ফল ফুল বৃক্ষ
গাছ ঘাস তরুলতা
অন্তহীন নানা প্রাণ
নেমেছে আঘ্রাণ নিতে
পৃথিবীর পরিযায়ী পাখী
ছুটেছে উৎস হতে।
এত প্রেম কোথা থেকে
আসে তোমার হৃদয়ে
নানা প্রেম সাজা যেন
পরম আদরে।
যে হৃদয় দিয়েছ পেতে
সবুজ ঘাসের দেশে
শ্রান্তিতে থাকি আমি
তার নরম গভীরে।
–––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫
No comments:
Post a Comment