September 6, 2014

কবিতা / অমৃতা তোমাকে / রত্না কুন্ডু

অজান্তে কখন যেন শতপদ্ম
বিকশিত হয়েছিল একসাথে।
তখনো হয়তো শরৎ আসেনি,
তবুও
চাঁদ, চকরো তখনো আলাপন হয়নি
তবুও
জানো, সযতনে সাজানো ছিল যে যুক্তি
কখন যেন তারা পেয় গেল মুক্তি।
আর তারাগুলোযেন হঠাৎ একসঙ্গে
হেসে উঠল, বলল, ‘এমনি হয়
আর তারা ভরা আকাশের সাতে তাদের
আলোয় তুমি শুকতারাহলে।
জানো, আর মুক্তি, তার সুক্তিহয়ে
কোন অজানা সাগর তলে ঝিনুকের সাথে
রয়ে গেল।
আর বলে গেল, খোঁজ করো
সপ্ত সাগর উথাল পাথাল করে।
সেই যে চোখ রেখে খুঁজতে গেলাম
তখন দেখি তোমার চোখ থেকে
মুক্তো বিন্দুগুলো ঝরে গেল।
তখনি শত বেণু যেন বেজে উঠলো
যমুনার পাড়ে, বৃন্দাবনে, মন পবনে
ছড়িয়ে গেল সে ধ্বনি, কোথা হতে শুনি
কি করি, কি না করি,
সবছেড়ে যাই
পূর্বাপর।
হীনতা, দীনতা, দুর্বলতা, আশা উচ্চাশার
সব চে,কাঠ ছাড়িয়ে পা রাখি
সবুজ মখমলে, অবুঝ হয়ে অমৃতের খোঁজে।
––––––––––––––––––––––

বিবর, এপ্রিল ২০০৫

No comments: