বান্ধবী ভেজা জলছবি কিনে
সপ্তমী ছুঁয়ে ঢাক
বাজে চেনা
বন্ধুরা ফেরে ভাসানের
গান
উৎসবে মাতে কেঁপে
ওঠা দিন।
পরিচিত টিপ মোছানোর ফাঁকে
পথিকের সাজ নেভানোর আলো
চিরুণীর ফাঁক গলানোর
ব্যথা
দূরন্ত ভাবি আকাশে রং।
তোমাদের সেরা মেক্আপ গুলে
রংচটা মুখ ভালবাসা আমি
নিশ্চিতে সিকি আধূলির
জোরে
কেনাকাটি সব প্রিয়দের
দাবি।
রং রূপ ধোয়া ভাললাগা ক্ষণ
মিশকালো আভা ছোঁয়ানোর মন
অস্ফুট কথা চারিদিকে
ছোটে
একতারা বুকে এমনিই বাজে।
––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫
No comments:
Post a Comment