September 6, 2014

কবিতা / রূপান্তর / সুশান্ত নন্দী

টই টই ছেলেবেলা ভাতঘুম
এসব পেরিয়ে এখন স্বপ্ন দেখি ফোয়ারার
            নদীর রঙে আকাশ ঢাকি
                        লজ্জা মাখি শরীরে
নিয়ন বাতির আলোয়
ঘুম ভাঙা ভোর জেগে ওঠে
                        নৈঃশব্দময় সৌরভে
মাকড়সার জালে আটকে গিয়ে
বুকের ভিতর শূন্যস্থানে
                        হাপর বাজে এখন
রাতভর সেই আওয়াজ শুনি
বিছানার এপাশ-ওপাশ হেঁটে বেড়াই
আর ঘুরপাক খাই
            জানলা-দরজাহীন সুতোর ঘরে।

––––––––––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০

No comments: