September 9, 2014

হঠাৎই সেখানে  অপর্ণা মন্ডল

আবার সেই জায়গা, সেই দীঘি
খেজুর পাতার মর্মর ধ্বনি—
অনেক কচুড়ি ফুল তোমার জন্যে তুলেছিলাম।
এত ফুল যেন সারা আকাশের নীল রং
নেমে এসেছিল তোমার জন্যে।
আর আমি নিজেকে অস্পষ্ট করে তোমার জন্যই
দাঁড়িয়ে ছিলাম।
কচুর পাতাগুলি সেদিন বেশ
হেসেখেলে বেড়াচ্ছিল দীঘির পাড়ে।
সবুজ কার্পেটের উপর অগণিত প্রজাপতি
খেলা করছিল।
ওরা আমায় ডেকেছিল, কিন্তু আমি
আসিনি। কারণ তখনই হয়তো তোমার আসার পালা।
তুমি যখন আসবে—
সমস্ত প্রজাপতিগুলি স্তম্ভিত হয়ে
হয়তো তোমাকেই দেখবে— আর
কচুর পাতাগুলি তখন হয়তো
বৃষ্টির ফোটাও চাইতে পারে।
আমি কিন্তু ওদের হিংসা  করি না।আমার হাতে একরাশ কচুড়িফুল—
সেদিন বাতাসও নীলে নীল হতে চেয়েছিল।
কিন্তু এ ফুল আমি শুধু—
তোমার জন্যই রেখেছিলাম।
তাই আজও নেতিয়ে পড়া কচুড়ি ফুল
আমায় দেখে হাসে
আর প্রজাপতিগুলি সব খেলা শেষ করে
ঘরে ফিরে যায়।
কচুর পাতাগুলি সব ধ্বংসস্তূপ আজ।
তবুও আমি ভীষণ বোকা—
পথ চেয়ে রই তোমার।

_______________
সেতু, উৎসব সংখ্যা ২০০৪

No comments: