যতোই শুয়ে থাকো চিৎ হ’য়ে সোনারোদ ঝিলে
তোমাকে চিনতে ভুল হয়নি কখনো
টিউশন দাপিয়ে আড্ডায় ফেরার পথে
দূরে দূরে থেকেও তোমার শরীরের গন্ধ
বৃষ্টির মতন আমাকে ধাওয়া করে
গাঢ় উত্তাপে ইচ্ছে হয় তোমার সাথে মিশে যেতে
ইচ্ছে হয় মীনের উচ্ছ্বাসে সবুজ নদীতে সাঁতার
কাটি তেড়ে
এ কোন প্রেমের প্রস্তুতি ঘন হয় কুয়াশা
তোমার গাল বেয়ে নামে ছোট ছোট নদী
যতো কাছে যাই, তোমার শরীর আমাকে ক্ষুদার্ত
করে
––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫
No comments:
Post a Comment