September 10, 2014

আগমনী  অলক সরকার


পুজোর মাস। হট্ ফ্যাশন। হিন্দী ফিল্মের হিট শাড়ি,
বায়না বেশি। পকেট শর্ট। যে যেমন দেয় টিটকিরি।

পুজোয় কোথায় ? পাহার নাকি জঙ্গলে,
ভাল্লাগে না। চল্ সুশান্ত— কেটে পড়ি ‘মঙ্গলে’।

    
মেয়ের মাথায় ফরেন কাট্
    চুল কাটাতেই একশ’ ষাট

পাড়ার পুজোর বিগ বাজেট। হয়নি বোনাস;
বুঝিস্ তবু— কোন্ হিসেবে চাঁদা চাস্ ?

সেই যে তুমি। কোচিং ক্লাসে একটু দেখা,
        হৃদয়টা তো মানছে না
বলেই ফেলবো এবার পুজোয়
‘আই লাভ ইউ— তোমায় ছাড়া চলছে না’।

শারদ আকাশ ভাবপ্রবণ— লিটল ম্যাগ ঘরে ঘরে
গল্প চাই- কবিতা চাই, লোকাল কবির দাম বাড়ে।
যদু-মধু’র ক্যাসেট বেরোয়। সর্দ্দি-গলা তাতে কি!
সেক্স ভায়োলেন্ট ফাটাফাটি, স্টার সিনেমায় হিট ছবি।

______________________
সেতু, উৎসব সংখ্যা ২০০৪

No comments: