September 6, 2014

কবিতা / ছিলো তো এই, এখানেই / নীরদ রায়


ছিলো তো এই, এখানেই কোথাও, এখন নেই
এখন শুধু আবছার কোলাহল  আবেগ সর্বস্ব হাওয়া,
মনে না পড়া দিন তারিখ, মুখ ছেঁড়া খাম,
চিঠি নয় চিঠির বদলে ভাঁজে ভাঁজে কেবল শূন্যতা।
কখনো দু-তিন হাতের রঙিন ঢেউ ছিলো, ঘরভর্তি হাসি,
একবছর তিন মাস পর হারিয়ে যাওয়া আনন্দ
হঠাৎ ঘরে ফেরার বকুল বকুল গন্ধে
ঘরবাড়ি ভিজে গিয়েছিলো সারারাত,

ছিলো ওপাশেই কোথাও ট্রেনের হুইসেল, পলাশের ডাকাডাকি,
খোলা পৃষ্ঠায় জ্যোৎস্নার ওড়াউড়ি কার্তিকের রাত
জীবনে প্রথম শাড়ি পরার উত্তেজনা
এখন নেই, এখন ঈর্ষা ছুঁয়েছে তাকে, ত্রাণও ঘুমিয়েছে তাড়াতাড়ি,
ভালোবাসাকে সরাসরি উল্টে রেখেছে কেউ
এখন শুধু ভেতরে আসবো না ফিরে যাবো খালি হাতে
দ্বিধার মাঝখানে এই নিয়ে  এক একটা দিন !

––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫

No comments: