September 6, 2014

কবিতা / প্রেম / প্রণব কুমার দেবনাথ


হঠাৎ করে দিলি দেখা
আমার প্রথম যৌবনে,
রঙ-মহলী মন্টারে তোর
দোল-ফাগুয়ার ফুল-বনে।
সত্যি-রে তোর আকুলতায়
ব্যাকুল প্রেমের পাখি,
ঠাঁই পেলি না মনের মাঝে
রলো জলে আঁখি।
কেনরে তুই কইলি কথা ?
সত্য পরিচয়,
আসল-নকল প্রেমানলে
লাগছে কেন ভয় !
দাম্পত্যটা সম্পত্তি নয়
শুভেচ্ছাটাই বড়,
ফিরে আসুক তোর জীবনে
ভালোবাসা আরো।
––––––––––––––––––––––

বিবর, এপ্রিল ২০০৫

No comments: