September 6, 2014

কবিতা / জয়ন্তী / উত্তম পাল


ভালবাসার পাহাড়
গোধূলি চাঁদ আর
উদ্দোম বনানী নিয়ে
চঞ্চল উচ্ছ্বল নদী
নুড়ির আঁচল পেতে
ডাকে আয় আয় . . .

ফিরে ফিরে ডাকে
আদিম অহংকারে।

নদী। প্রিয়তমা নদী
উজার করে আছ
মহাকালের আলিঙ্গনে।

––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫

No comments: