আমার জীবনের সকল অনুভূতিগুলি স্পর্শ
করেছ তুমি। তুমি আছ তাই একাকী মুহূর্তেও
কখনও হেরে যাইনি, আত্মহারা হইনি আনন্দে।
রবীন্দ্রনাথ তোমার জন্মদিনে তোমাকে
শুভেচ্ছা। তুমি আশ্চর্য হয়ে বেঁচে থাকবে
হৃদয়ে আমার চিরকাল ।
––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০
No comments:
Post a Comment