কাঁচা বাঁশের ভেতরে অবক্ষয়ী ঘুণ দেখে
লাটাই ছাড়া ঘুড়ির শুষ্ক দুঃখ
হাওয়ায় ওড়াওড়ি করে
ভালবাসার উপহার পেলে
ভীষণ মূল্যবান মনে হয়
হৃদয়ের শাখা থেকে ঝড়ে পড়ে
বেঁচে থাকার যত অভ্যাস
প্রত্যেকটি সোনালী সকাল যেমন করে
সকরুণ ক্ষয়ে ফুরিয়ে যায়
অর্ধদগ্ধ বিকেলের নিরন্ন উঠানে
নিত্যকালের মায়াজালে কিছুটা বৃষ্টির ছাঁট
লাগে
স্তুপীকৃত নুড়ি-পাথর-বালি জমে জমে
রক্তপাতের কালো ছায়া হয়
ঘুমহীন সারাটা রাত কাটে দুঃস্বপ্নে
ঠিক তখনি নিরালা অঞ্চলের দমকা বাতাস ঠেলা
মারে
এক ঘর থেকে আরেক ঘরে
টেবিলে শোয়ানো চেরা জীবন একা একা থেকে
নিজেই নিজেই হাল ধরে —
––––––––––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০
No comments:
Post a Comment