ভাবনার ঋজুতায় একটা কালো রাত — ঠিক কতটা কালো !
ভালোবাসার অভিজাত অভিমান জৈবিক স্ফূরণের ক্ষণে,
আবেগের অনুরণনে দোলাচল ইমনের!
রাত পেরিয়ে গতানুগতিক ছন্দময় আলো —
ভালোবাসার বনবাস অভিলাষ — অভিমানে ভেজা
জীর্ণ জীবাশ্বের খোঁজে আরও এক নিশিভোর!
বেহাগে-ইমনে বা ধ্রুপদ-ধামারে চাপা ধ্বংসস্তুপে
আসক্তি-অনাসক্তির দ্বন্দ্বে টানটান স্নায়ুরা।
খাদের পাশে দাঁড়িয়ে — তারা গোনার নির্মম
ছবি।
কিংবা সারান্ডার জঙ্গলে প্রেমহীন শরীরী আশ্লেষের
আর্তনাদ।
নিংড়ে নেওয়া নির্ভেজাল সরল জীবন —
ভাবনার ঋজুতায় সরল — কিন্তু ঠিক কত-টা সরল
?
––––––––––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০
No comments:
Post a Comment