একটা প্রজাপতি সতেজ টুকটুকে
একদিন ধরা পড়লো।
তাকে সোনার ঘরে সোনার পালঙ্কে
সোনার শিকল দিয়ে রাখা হল।
সে ভুলে গেল উড়তে।
ফুলের গন্ধ, সবুজ গাছ
আর
স্বাধীন ভাবে নীল আকাশে বিচরণ,
তা ছিল গভীর প্রশ্বাসের মত।
ঠিকমত মুক্ত আকাশে
ওড়ার আগেই ধরা পরে গেল সে,
ডানা কাটা পড়লো না ঠিকই
তবে তা না উড়তে উড়তে
ভারী হয়ে গেল।
পোশাকি গাছ আর ফুল,
তার কাছে হয়ে উঠলো বড়।
সুন্দর আকাশের নীল নীলিমা
হারিয়ে গেল তার সুন্দর
পোশাকি মন থেকে।
আকাশ হয়ে গেল দূর,
আর সোনার শিকল হল আপন।
শিকলে সুখ পেল
শান্তি পেল,
বন্ধুর মত সাথী পেল,
কিন্তু কি যেন একটা পেল না।
যা পাওয়া খুবই আকাঙ্খিত ছিল,
ছিল প্রিয় প্রয়োজন।
হয়তো তা যে কি
তা না জেনেই প্রজাপতিটা
খাঁচার মধ্যে সুখ শান্তি নিয়ে
মরে যাবে।
কিন্তু . . .
______________
সেতু, উৎসব সংখ্যা ২০০৪
No comments:
Post a Comment