নদীও ফুরায়
মোহনায়
বিবাহিতা রমণীর মতো
আমি নদী নারী কিছুই হবো না।
গন্তব্যে ছুটে যায় বাস
বাসে কিছু লেনদেন হয়
সকলেই লেখাপড়া শেখে
একটা কিছু করার আশায়
আমি অহেতুক ছোটাছুটি করবো না
আমি নদী নারী কিছুই হবো না।
আজন্ম ভয় সকলের
আ-মরণ! চাপা আর্তনাদ
শ্মশানে যারা যায় যাক্
আমি এই ভিটে মাটি ছাড়বো না।
আমি নদী নারী কিছুই হবো না।
________________
সেতু, উৎসব সংখ্যা ২০০৪
No comments:
Post a Comment