‘‘দদামি তদ্ যৎ তে অদত্তো অস্মি
দেহেনু মে যন্ মে আদত্তো অসি’’ — অথর্ব্ব সংহিতা।
‘‘তোমাকে যাহা আমার দেওয়া হয় নাই
তাহা আজ আমি তোমার চরণে
নিবেদন করিতেছি। তুমিও যাহা আমাকে
এখনও দাও নাই, তাহা আমাকে দাও।’’
অনিত্য জীবনের ক্ষণিক মুহূর্তকাল
শাশ্বত হয়ে থাক সময়ের স্রোতে
বাসনার প্রগলভতা দীর্ঘায়িত ছায়াবীথি নয়
মুহূর্তের সংসারে প্রকটিত সম্পূর্ণ আমার।
ফুল লতা-পাতা গুল্ম, তৃণ আদি
ক্ষণিক সময়ের বৃত্তে জেগে ওঠে সব
ব্যাপকতার মধ্যস্থলে অনুরূপে জেগে ওঠে
আমিহীন সত্তা তোমাকে ঘিরে।
বর্ণময় পৃথিবীতে ভেসে যেতে মুহূর্তের ক্ষণস্রোতে
কালের তীরে অনোমা নদী বক্ষে কাছে নাও।
দিনান্তের গোধূলি আলোয় শাশ্বত সময়ে
সর্বস্ব
দাও।
––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫
No comments:
Post a Comment