September 6, 2014

কবিতা / সুমধুর বাঁশী / অরুণেশ্বর দাস

গ্রামের ঐ মাঠের শেষ ছুঁয়ে
সূর্য ডুবে গেছে কখন
রাখালেরাও ফিরে গেছে ঘরে।
পাখীদের মিষ্টি ডাকে ভরে গেছে
গাছপালা মত সব
স্তব্ধতার মাঝেও এক সুরের ঐকতান।
এই জীবনের মাঝেও দেখি
কত কোলাহল মানুষের
তারই মাঝে বাজে যেন সুমধুর বাঁশী।

––––––––––––––––––––––––––––
কালিনী, জানুয়ারী ২০১০

No comments: