September 6, 2014

কবিতা / মধ্যরাতের কবিতা / সুশান্ত নন্দী


তুমি আমার মধ্যরাতের কবিতা
যখন সবাই ঘুমের মধ্যে কাদা
আমি তখন উঠছি জেগে
তোমাকে শেখার জন্য।

তুমি আমার মধ্যরাতের কবিতা
ইচ্ছে আর চাহিদা মতো
মুহূর্তেই বদলে ফেলি তুমি ও তোমাকে
শুধু নিজের জন্য।

তুমি আমার মধ্যরাতের কবিতা
তোমাকে শুধু  হাজার বার
          হারাতে শিখি
হন্যে হয়ে খুঁজে পাবার জন্য।

––––––––––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫

No comments: