September 6, 2014

কবিতা / পাগলীনি প্রিয়া / মনজুর আলম

সতের রঙের গোলাপ পরী তুমি
আঠারো রূপ নিয়ে চলো।
ফর্সা মুখে তোমার হরিণ চোখ
তুমি এক অপরা
জোনাকির মতো মিট মিট জ্বলো।

সামনে দুলিয়ে তোমার চুলের বেণী
যখন আমার কাছে আসো
তুমি এক কাঁচা কুমারী
সেদিনের হাসি মেঘলা দিনের
ঝিলিক রোদের মতো।

দুরন্ত চুল বেঁধে ওড়না ঢেকে খোপায়
হাওয়ার সঙ্গে দুলে চলো
তুমি এক বস্তির মেয়ে
বাকপটু হয়ে কাব্য ছড়াও
প্রেমের কিনারে কিনারে।

গোধূলির রোদে মাথা হেঁট করে
যখন নাগরের ধারে বসো
তুমি এক লজ্জাবতী
উদ্ভিদ জগতে লাজুকলতার
আসন তুমি পাতো।

তোমার কালো চুলের নিকষ বেণী
উপুর হয়ে যখন থাকো
তুমি এক শিবঠাকুর
রাঙা মুখে ভাঙ-এর নেশা
যেন এক অদ্ভূত মানান
     রূপোলী এক বনের মতো।

সতের রঙের গোলাপ পরী তুমি
আঠারো রূপ নিয়ে চলো . . .
––––––––––––––––––––––

বিবর, এপ্রিল ২০০৫

No comments: