কত যন্তর আইল গেল
হদিশ পাইলাম না
ভালবাসা মাপবার লাইগ্যা
যন্তর পাইলাম না।
আহা! যন্তর পাইলাম না।
কত যন্তর আইবে যাইবে
গুণন যাইবে না
বেদনা কত জমল বুকে
ঠাহর পাইলাম না
হায়রে, ঠাহর পাইলাম না।
কেন মন করে আন্চান্
কখন যে ধরে ভালবাসার গান
বিঁধে কখন বুকে বেদনার তান
কিছুই জানলাম না
হায়রে, ভালবাসা মাপবার লইগ্যা
যন্তর পাইলাম না।
______________
সেতু, উৎসব সংখ্যা ২০০৪
No comments:
Post a Comment