September 6, 2014

কবিতা / তার জন্যে / অজিতেশ ভট্টাচার্য


ঠোঁট তার বেঁকে গেছে অবজ্ঞায়
সাধনে ভজনে মত্ত তুমি তার হদিশ রাখো না।

ছায়া যে দেবে না যদি তবে কেন বারে বারে যাওয়া
কেন এই আমরণ অনশন ?

সমুদ্র ছুঁয়েছে বারে বারে
আকাশ ইথারে মগ্ন একবারও তাকিয়ে দেখেনি
ছলাৎ ছলাৎ শব্দে গুঁড়ো গুঁড়ো ফেনার বুদবুদ

ক্ষমা যে করে না কোনদিন।

হে পৃথিবী, তুমি তাকে মাটি দাও, জল দাও,
শ্যামলিমা দাওদাও অনুভব, জ্বালা দাও
অহংকার ছিন্ন করে রিক্ত করো !

আমার মন্ত্রের জোরে পাহাড় টলে না
বাসনায় আপ্লুত হৃদয় কম্পমান, শান্ত করো,
দেয়ালে দেয়ালে ছবি সারে সারে আঁকা
অদৃশ্যের তন্তুজালে  ঘেরা।
তাকে তুমি জাগাও। জননী,
স্নেহভান্ড দান করো
একবিন্দু দিয়ে দিক স্বভাবকৃপণা !

–––––––––––––––
বিবর, এপ্রিল ২০০৫

No comments: